শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

১০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক স্পর্শ

দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের ১০ মাসের ব্যবধানে ১০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের টিকা নিয়েছে ১০ লাখ কোটি ১ হাজার ৩০২ জন। এর মধ্যে এক ডোজ টিকা নিয়েছে ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭৩৯ এবং দুই ডোজ টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৮৪।

দেশের ৩৭ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকা পেয়েছেন আর পূর্ণ ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা ২২ শতাংশ ছাড়িয়েছে

গত ২৭ জানুয়ারি দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দেশের প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তারপর দেশের শহরাঞ্চলে শুরু করা হয় টিকা প্রদান কার্যক্রম। এই টিকা কার্যক্রম এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছে। বয়স্ক থেকে শুরু করে শিক্ষার্থীদরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক স্পর্শ

প্রকাশিত সময় : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের ১০ মাসের ব্যবধানে ১০ কোটি ডোজ টিকা দেয়ার মাইলফলক স্পর্শ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের টিকা নিয়েছে ১০ লাখ কোটি ১ হাজার ৩০২ জন। এর মধ্যে এক ডোজ টিকা নিয়েছে ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭৩৯ এবং দুই ডোজ টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৩৮৪।

দেশের ৩৭ শতাংশের বেশি মানুষ এক ডোজ টিকা পেয়েছেন আর পূর্ণ ডোজ টিকা পেয়েছেন এমন মানুষের সংখ্যা ২২ শতাংশ ছাড়িয়েছে

গত ২৭ জানুয়ারি দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দেশের প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তারপর দেশের শহরাঞ্চলে শুরু করা হয় টিকা প্রদান কার্যক্রম। এই টিকা কার্যক্রম এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছে। বয়স্ক থেকে শুরু করে শিক্ষার্থীদরও এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে।