নরসিংদীতে নারী-পুরুষসহ পুলিশের পরোয়ানাভুক্ত ২০ জন আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলমের দিক-নির্দেশনায় এসআই মোফাজ্জল হোসেন, এসআই অভিজিৎ চৌধুরী, এসআই প্রাণ কৃষ্ণ অধিকারী, এএসআই ইকবাল মিযা, এএসআই মাসুদ রানা, এএসআই দীপক কুমার সরকারসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
পরে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























