শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সমাজবিজ্ঞান বিভাগের আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনের প্রশান্তির জন্যে নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম। গত ২৫ এবং ২৮ নভেম্বর আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট -এর আয়োজন করেছিল বরেন্দ্র বিশ্বিবদ্যালয়ের “সমাজবিজ্ঞান ” বিভাগ।
খেলার উদ্বোধন করেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান। তিনটি টিম লিগ ভিত্তিতে এই খেলায় অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে DRAMATURGY ELEVEN, PROPS ELEVEN & SOLIDARITY ELEVEN. টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আরিফুল ইসলাম।
২৮ তারিখ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় DRAMATURGY ELEVEN বনাম SOLIDARITY ELEVEN। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে SOLIDARITY ELEVEN নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। ৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১২ ওভার ২বল শেষে ৮ উইকেট হারিয়ে ৮৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে DRAMATURGY ELEVEN।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন DRAMATURGY ELEVEN এর মোঃ পারভেজ হাসান ( ১২তম সেমিস্টার ), সেরা বলার নির্বাচিত হন SOLIDARITY ELEVEN এর আবু হাসান আল-রিয়াদ (৩য় সেমিস্টার), সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন PROPS ELEVEN এর আব্দুল্লাহ হোসেন রনি (৬ষ্ঠ সেমিস্টার), সেরা ফিল্ডার নির্বাচিত হন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মোঃ আরিফুল ইসলাম(SOLIDARITY ELEVEN), সেরা ক্যাপ্টেন নির্বাচিত হন DRAMATURGY ELEVEN এর মোঃ পারভেজ হাসান (১২তম সেমিস্টার) এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন PROPS ELEVEN এর মোঃ ইমন ( ৬ষ্ঠ সেমিস্টার ) খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।
পুরষ্কার বিতরণের সময় মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক এবং সম্মানিত কো-অর্ডিনেটর বলেন, `পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক এবং মানসিকভাবে আমাদের দৃঢ় করে তুলবে এবং একে অপরের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে।’
করোনা পরবর্তী সময়ে সকল সেমিস্টারের শিক্ষার্থীদের একসাথে দেখে তিনি আনন্দ প্রকাশ করেন । এছাড়া বিভাগের শিক্ষার্থীদের সার্বিক উন্নতির পাশাপাশি সুন্দর আয়োজন করার জন্যে শিক্ষার্থী এবং সহকর্মীদের ধন্যবাদ জানান।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সমাজবিজ্ঞান বিভাগের আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণী

প্রকাশিত সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনের প্রশান্তির জন্যে নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম। গত ২৫ এবং ২৮ নভেম্বর আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্ট -এর আয়োজন করেছিল বরেন্দ্র বিশ্বিবদ্যালয়ের “সমাজবিজ্ঞান ” বিভাগ।
খেলার উদ্বোধন করেন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান। তিনটি টিম লিগ ভিত্তিতে এই খেলায় অংশগ্রহণ করে। দলগুলো যথাক্রমে DRAMATURGY ELEVEN, PROPS ELEVEN & SOLIDARITY ELEVEN. টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আরিফুল ইসলাম।
২৮ তারিখ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় DRAMATURGY ELEVEN বনাম SOLIDARITY ELEVEN। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে SOLIDARITY ELEVEN নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। ৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১২ ওভার ২বল শেষে ৮ উইকেট হারিয়ে ৮৫ রান করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে DRAMATURGY ELEVEN।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন DRAMATURGY ELEVEN এর মোঃ পারভেজ হাসান ( ১২তম সেমিস্টার ), সেরা বলার নির্বাচিত হন SOLIDARITY ELEVEN এর আবু হাসান আল-রিয়াদ (৩য় সেমিস্টার), সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন PROPS ELEVEN এর আব্দুল্লাহ হোসেন রনি (৬ষ্ঠ সেমিস্টার), সেরা ফিল্ডার নির্বাচিত হন সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক জনাব মোঃ আরিফুল ইসলাম(SOLIDARITY ELEVEN), সেরা ক্যাপ্টেন নির্বাচিত হন DRAMATURGY ELEVEN এর মোঃ পারভেজ হাসান (১২তম সেমিস্টার) এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন PROPS ELEVEN এর মোঃ ইমন ( ৬ষ্ঠ সেমিস্টার ) খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. ফয়জার রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ।
পুরষ্কার বিতরণের সময় মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক এবং সম্মানিত কো-অর্ডিনেটর বলেন, `পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শারীরিক এবং মানসিকভাবে আমাদের দৃঢ় করে তুলবে এবং একে অপরের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে।’
করোনা পরবর্তী সময়ে সকল সেমিস্টারের শিক্ষার্থীদের একসাথে দেখে তিনি আনন্দ প্রকাশ করেন । এছাড়া বিভাগের শিক্ষার্থীদের সার্বিক উন্নতির পাশাপাশি সুন্দর আয়োজন করার জন্যে শিক্ষার্থী এবং সহকর্মীদের ধন্যবাদ জানান।