শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিনের রিমান্ডে মেয়র আব্বাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কটূক্তির ঘটনায় করা মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম।

এ বিষয়ে পিপি মোসাব্বিরুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া এ ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কি না সে বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তদন্তের নির্দেশনা দিয়েছেন।

এদিকে, আব্বাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আদালত চত্বরে প্রবেশে দেখা দেয় বেশ কঠোরতা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছিল।

১ ডিসেম্বর রাজধানীর রাজমনি ইসা খা হোটেল থেকে র্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে। পরে ২ ডিসেম্বর র্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে সেদিন সকালে আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে আব্বাসকে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

তিনদিনের রিমান্ডে মেয়র আব্বাস

প্রকাশিত সময় : ০৯:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কটূক্তির ঘটনায় করা মামলায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে আব্বাসকে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম।

এ বিষয়ে পিপি মোসাব্বিরুল ইসলাম বলেন, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া এ ঘটনার সঙ্গে আর অন্য কেউ জড়িত আছে কি না সে বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তাকে (আইও) তদন্তের নির্দেশনা দিয়েছেন।

এদিকে, আব্বাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় আদালত চত্বরে প্রবেশে দেখা দেয় বেশ কঠোরতা। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে তৎপরতা বাড়ানো হয়েছিল।

১ ডিসেম্বর রাজধানীর রাজমনি ইসা খা হোটেল থেকে র্যাবের সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে। পরে ২ ডিসেম্বর র্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে সেদিন সকালে আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে আব্বাসকে কারাগারে পাঠানো হয়।