পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করেন তিনি।
মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেছেন।
এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশের পর নিজ দফতর থেকে আজ দুপুরে পদত্যাগপত্র পাঠান তিনি।
এ দিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নারীদের ক্ষমা চান মুরাদ হাসান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সব সিদ্ধান্ত মেনে নেবো আজীবন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 




















