শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদের ‘অশালীন’ মন্তব্যের অডিও-ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

ইউটিউব-ফেইসবুসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন মন্তব্যের অডিও-ভিডিও অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন মঙ্গলবার ইন্টারনেটে ছড়িয়ে থাকা মুরাদ হাসানের অডিও-ভিডিওর বিষয়টি আদালতের নজরে এনে মৌখিক নির্দেশনা চান।

এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট সুমন জানিয়েছেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে, তা আগামীকাল বুধবার সকালের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলা হয়েছে।’

তিনি আদালতে বলেন, এইসব অডিও-ভিডিও সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো অশ্লীল, এগুলো ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারে না। এসব কম বয়সী বাচ্চাদের ওপর প্রভার পড়বে।

এগুলো আগেই বিটিআরসির বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি কারো বিরুদ্ধে কোর্টে আসিনি, কিন্তু সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে।’

সম্প্রতি এক ফেইসবুক লাইভ টক শোতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ ঘটনায় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতেই গত রবিবার নায়িকা মাহিয়া মাহিকে কেন্দ্র করে ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। অডিও ক্লিপে ইমনের ফোনে নায়িকা মাহিকে অত্যন্ত কুরুচিকর ভাষায় অশালীন প্রস্তাবের পাশাপাশি তাকে (মাহিকে) উঠিয়ে নিয়ে আসার হুমকি দেন মুরাদ।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসনের এমপি। নিজের এলাকা জামালপুর জেলা আওয়ামী লীগের ‘স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক’ তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

মুরাদের ‘অশালীন’ মন্তব্যের অডিও-ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত সময় : ০৩:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১

ইউটিউব-ফেইসবুসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন মন্তব্যের অডিও-ভিডিও অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন মঙ্গলবার ইন্টারনেটে ছড়িয়ে থাকা মুরাদ হাসানের অডিও-ভিডিওর বিষয়টি আদালতের নজরে এনে মৌখিক নির্দেশনা চান।

এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট সুমন জানিয়েছেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে, তা আগামীকাল বুধবার সকালের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলা হয়েছে।’

তিনি আদালতে বলেন, এইসব অডিও-ভিডিও সামাজিকভাবে অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো অশ্লীল, এগুলো ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারে না। এসব কম বয়সী বাচ্চাদের ওপর প্রভার পড়বে।

এগুলো আগেই বিটিআরসির বন্ধ করে দেওয়া উচিত ছিল। আমি কারো বিরুদ্ধে কোর্টে আসিনি, কিন্তু সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাদের রয়েছে।’

সম্প্রতি এক ফেইসবুক লাইভ টক শোতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ ঘটনায় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতেই গত রবিবার নায়িকা মাহিয়া মাহিকে কেন্দ্র করে ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। অডিও ক্লিপে ইমনের ফোনে নায়িকা মাহিকে অত্যন্ত কুরুচিকর ভাষায় অশালীন প্রস্তাবের পাশাপাশি তাকে (মাহিকে) উঠিয়ে নিয়ে আসার হুমকি দেন মুরাদ।

মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী, মেস্টা ও তিতপল্যা) আসনের এমপি। নিজের এলাকা জামালপুর জেলা আওয়ামী লীগের ‘স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক’ তিনি।