রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর সহকারী পরিচালক এএসপি ফারজানা হক জানান, সন্দেহজনক হিসেবে স্বামীবাগ ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি মেস ঘিরে রাখা হয়। হেড কোয়ার্টার থেকে কর্মকর্তারা আসার পর অভিযান শুরু হয়েছে। পরে সেখান থেকে ৫ জনকে আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৩ এ নিয়ে যাওয়া হচ্ছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























