আইন ও মানবাধিকার বিভাগে নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: আশিক মোসাদ্দেক, মাননীয় কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মোঃ ওয়াহিদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোঃ ইয়াহিয়া (সদস্য, বাংলাদেশ বার কাউন্সিল) ।
উক্ত অনুষ্ঠান শুরু হয় স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে। স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষক পরিচিত ও বিভাগের অর্জন উপস্হাপন করা হয় এবং নবীন আইনজীবীদের সম্মাননাস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য বিজয়ের মাসে শহীদদের কথা স্মরণ করে তার বক্তব্য শুরু করেন এবং তিনি আশা করেন যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। অ্যাডভোকেট মোঃ ইয়াহিয়া তার বক্তব্যে বলেন যে, আইন পেশা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা। এখানে নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায়। বিভাগের কো-অর্ডিনেটর তার বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বলেন যে, সফলতার মুলমন্ত্র হলো লক্ষ্য স্থির করা ও সে অনুযায়ী পরিশ্রম করা।
তিনি আশা ব্যক্ত করেন যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেশাগত জীবনে তাদের মেধার স্বাক্ষর রাখবে। সবশেষে সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক: 

























