রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে ২১ বাংলাদেশি গ্রেফতার

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রবিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে কলকাতার দক্ষিণাঞ্চলীয় শহরতলীর আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।

পরিচয় গোপন রাখার শর্তে কলকাতা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন মানবপাচারকারী মফিজুল রহমান নামে এক বাংলাদেশির সন্ধানে লখনৌ থেকে উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) একটি দল কলকাতায় অভিযান চালায়। এরপর এটিএসের কর্মকর্তারা লালবাজারে পুলিশের সদর দফতরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনন্দবাজারের গুলশান কলোনির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসীদের এ ধরনের গ্রেফতার পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। যদিও গেল কয়েক বছরে একক অভিযানে এত সংখ্যক বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনা আর দেখা যায়নি।

কলকাতা পুলিশের অপর একজন কর্মকর্তার দাবি, বাংলাদেশি ওই তরুণরা দীর্ঘদিন যাবত একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ভবনটি এতদিন মাদরাসা হিসেবে ব্যবহার করা হতো। এবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। কিন্তু অভিযানের সময় তাদের কয়েকজনের কাছে ভুয়া ভারতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মফিজুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের জিম্মায় রয়েছেন। তাকে রিমান্ডে নেওয়ার জন্য খুব দ্রুত লখনৌতে নিয়ে যাওয়া হবে। এছাড়া সোমবার (১৩ ডিসেম্বর) বাকিদের স্থানীয় আদালতে তোলা হবে।

সন্দেহভাজন এই মানবপাচারকারী অন্যদের ভারতে প্রবেশে সহায়তা করেছেন বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে বলছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা প্রায় ৪৫ দিন আগে সেখানে এসেছিলেন। তবে এই সময়ের মধ্যে স্থানীয়দের সঙ্গে তারা কোনো ধরনের সংযোগ স্থাপন করেননি।

বিশ্লেষকদের মতে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। মূলত সেই নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনায় রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানকার জনসংখ্যার চিত্র পাল্টে দিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) কলকাতাকে বাংলাদেশে পরিণত করছে বলে অভিযোগ তুলেছিলেন। তার দাবি, অবৈধভাবে দেশে প্রবেশ করা বাংলাদেশিদের গ্রেফতার আমাদের অবস্থানকে প্রমাণ করেছে।

সুকান্ত মজুমদার বলেছেন, কলকাতা পুলিশের কাছে এই অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে কোনো তথ্য ছিল না। উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির খোঁজে আসার পরই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। যা ভীষণই লজ্জার।

যদিও বাংলাদেশিদের গ্রেফতারের ব্যাপারে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো ধরনের মন্তব্য করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পশ্চিমবঙ্গে ২১ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত সময় : ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। রবিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে কলকাতার দক্ষিণাঞ্চলীয় শহরতলীর আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।

পরিচয় গোপন রাখার শর্তে কলকাতা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন মানবপাচারকারী মফিজুল রহমান নামে এক বাংলাদেশির সন্ধানে লখনৌ থেকে উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) একটি দল কলকাতায় অভিযান চালায়। এরপর এটিএসের কর্মকর্তারা লালবাজারে পুলিশের সদর দফতরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আনন্দবাজারের গুলশান কলোনির একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২১ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসীদের এ ধরনের গ্রেফতার পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। যদিও গেল কয়েক বছরে একক অভিযানে এত সংখ্যক বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনা আর দেখা যায়নি।

কলকাতা পুলিশের অপর একজন কর্মকর্তার দাবি, বাংলাদেশি ওই তরুণরা দীর্ঘদিন যাবত একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ভবনটি এতদিন মাদরাসা হিসেবে ব্যবহার করা হতো। এবার যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কারও কাছে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। কিন্তু অভিযানের সময় তাদের কয়েকজনের কাছে ভুয়া ভারতীয় পরিচয় পত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে মফিজুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এটিএসের জিম্মায় রয়েছেন। তাকে রিমান্ডে নেওয়ার জন্য খুব দ্রুত লখনৌতে নিয়ে যাওয়া হবে। এছাড়া সোমবার (১৩ ডিসেম্বর) বাকিদের স্থানীয় আদালতে তোলা হবে।

সন্দেহভাজন এই মানবপাচারকারী অন্যদের ভারতে প্রবেশে সহায়তা করেছেন বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। ভবনের অন্যান্য বাসিন্দারা পুলিশকে বলছেন, গ্রেফতারকৃত বাংলাদেশিরা প্রায় ৪৫ দিন আগে সেখানে এসেছিলেন। তবে এই সময়ের মধ্যে স্থানীয়দের সঙ্গে তারা কোনো ধরনের সংযোগ স্থাপন করেননি।

বিশ্লেষকদের মতে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। মূলত সেই নির্বাচনের আগে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারের ঘটনায় রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানকার জনসংখ্যার চিত্র পাল্টে দিয়ে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) কলকাতাকে বাংলাদেশে পরিণত করছে বলে অভিযোগ তুলেছিলেন। তার দাবি, অবৈধভাবে দেশে প্রবেশ করা বাংলাদেশিদের গ্রেফতার আমাদের অবস্থানকে প্রমাণ করেছে।

সুকান্ত মজুমদার বলেছেন, কলকাতা পুলিশের কাছে এই অবৈধ বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে কোনো তথ্য ছিল না। উত্তরপ্রদেশের পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াডের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির খোঁজে আসার পরই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। যা ভীষণই লজ্জার।

যদিও বাংলাদেশিদের গ্রেফতারের ব্যাপারে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো ধরনের মন্তব্য করেননি।