মৌলভীবাজারের মনু নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাহিন মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পূর্ব সম্পাশি থেকে লাশ উদ্ধার করা হয়। মাহিন মিয়া রাজনগর উপজেলার খাড়পাড়া গ্রামের বদরুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহিন সম্পাশি গ্রামের নানা বাড়িতে বসবাস করত। শনিবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর রোববার সকালে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ মনু নদীতে ভেসে উঠে। পরে স্থানীয় এলাকাবাসীর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যারাই এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
























