স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রা ঘিরে এরই মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের ঢল নেমেছে। আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের পাশাপাশি সমমনা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নিচ্ছেন।
সোহরাওয়ার্দী-উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা শুরু হবে এবং শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে। রাজধানীর উত্তর প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের হাতিরঝিল, মগবাজার, মৎস্য ভবনের সড়কগুলো এবং দক্ষিণ প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো ব্যবহার করতে বলা হয়েছে।
শোভাযাত্রা সফল করতে শুক্রবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভা হয়। সভায় শোভাযাত্রা জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়।
সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক শোভাযাত্রার প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের অবহিত করেন। নানকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, মাহবুবউল-আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, সায়েম খান, আমিনুল ইসলাম আমিন, শেখ বজলুর রহমান, আবু আহমেদ মন্নাফী, হুমায়ুন কবির, নির্মল রঞ্জন গুহ, একেএম আফজালুর রহমান বাবু প্রমুখ।-ভোরের কাগজ

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 



















