স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেজর জিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সরকারের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। ইতোমধ্যে আদালত ৫ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবনের রায় দিয়েছেন। মেজর জিয়ার মাধ্যমে আনসারুল্লাহ বাহিনী দেশের জঙ্গির উত্থানের সৃষ্টি করেছিল। তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সে অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে
অনুষ্ঠানে মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা আ. লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























