সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহে লিবিয়া উপকূলে ১৬০ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়। খবর এএফপি’র।

জেনেভা ভিত্তিক জাতিসংঘের এ সংস্থার মুখপাত্র সাফা মসাহলি বলেন, “গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরীয় উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে।

টুইটার বার্তায় তিনি লিখেছেন, “চলতি বছর এ রুটে বিভিন্ন নৌকা ডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।”

আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশিকে। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

দারিদ্র্য ও সংঘাত থেকে মুক্তি পেতে ইউরোপে যাওয়ার চেষ্টা কারি অভিবাসীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। ২০১১ সালে ক্ষমতাচ্যূত হয়ে মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় অভিবাসন প্রত্যাশীদের আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেয়া অনেকটা সহজ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এক সপ্তাহে লিবিয়া উপকূলে ১৬০ অভিবাসীর মৃত্যু

প্রকাশিত সময় : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

লিবিয়ার সমুদ্র উপকূলে গত এক সপ্তাহে তাদের বিভিন্ন নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়। খবর এএফপি’র।

জেনেভা ভিত্তিক জাতিসংঘের এ সংস্থার মুখপাত্র সাফা মসাহলি বলেন, “গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরীয় উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে।

টুইটার বার্তায় তিনি লিখেছেন, “চলতি বছর এ রুটে বিভিন্ন নৌকা ডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।”

আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশিকে। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

দারিদ্র্য ও সংঘাত থেকে মুক্তি পেতে ইউরোপে যাওয়ার চেষ্টা কারি অভিবাসীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। ২০১১ সালে ক্ষমতাচ্যূত হয়ে মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় অভিবাসন প্রত্যাশীদের আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেয়া অনেকটা সহজ হয়।