পর্যটক সেজে শ্রীমঙ্গল থেকে ইজিবাইক ভাড়া করে কমলগঞ্জের মাধবপুর লেকে আসার নাম করে শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিন দুর্বৃত্ত ইজিবাইকের চালককে হত্যা করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইজিবাইকের চালক শ্রীমঙ্গল উপজেলার বুড়বুড়িয়া চা বাগানের নয়ন পাশি (২২)।
শ্রীমঙ্গল থানার ডায়েরী সূত্রে জানা যা, নয়ন পাশি তার ইজিবাইকে যাত্রীবেশী তিন দুর্বৃত্তকে নিয়ে শনিবার বিকেলে কমলগঞ্জের মাধবপুর লেকের উদ্দেশ্যে আসার পর থেকে নিখোঁজ ছিলেন। রোববার ফুলবাড়ি চা বাগান সূত্রে খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী এ চা বাগানের একটি পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ ইজিবাইক চালক নয়ন পাশির লাশ উদ্ধার করে। পরে তার পরিবার সদস্যরা লাশ শনাক্ত করে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ইজিবাইক চালক নয়নের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে লাশ থানায় নিয়ে আসছেন। ময়না তদন্তের জন্য এ লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























