বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নুরুল আলম রাজু হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ১৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো—জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইমন ও দিপু। মামলার অন্যতম আসামি পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনসহ ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রবিন বর্তমানে কারাগারে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলা ট্রিবিউনকে জানান, রায়ে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় অন্য আদালতে মামলা চলছে। আসামিপক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার হাজী মোল্লা কোম্পানি বাড়ির মো. ইউসুফের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয় জনকে আসামি করে মামলা করেন। ২০১৯ সালের ১৪ মে থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচারকাজ শুরু হয়। তদন্ত শেষে পুলিশ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রাজু হত্যায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত সময় : ০৮:৫৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নুরুল আলম রাজু হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ১৬ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো—জহির, খোরশেদ, রকিব, আইয়ুব, ইমন ও দিপু। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ইমন ও দিপু। মামলার অন্যতম আসামি পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিনসহ ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। রবিন বর্তমানে কারাগারে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলা ট্রিবিউনকে জানান, রায়ে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দুই আসামি শিশু হওয়ায় অন্য আদালতে মামলা চলছে। আসামিপক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম সাজ্জাত বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার হাজী মোল্লা কোম্পানি বাড়ির মো. ইউসুফের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয় জনকে আসামি করে মামলা করেন। ২০১৯ সালের ১৪ মে থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির বিচারকাজ শুরু হয়। তদন্ত শেষে পুলিশ ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।