শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাতের খাবারের পর হবে না রোল কল, প্রত্যাহার ১৭ নির্দেশনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে রাতের খাবারের পর রোল কল করাসহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ১৭টি নিয়ম-শৃঙ্খলা সংবলিত নোটিশটি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম-শৃঙ্খলা সম্পর্কিত বিধি-নিষেধ অভিহিত করা, র‌্যাগিংয়ের মতো অন্যন্য অনাকাঙ্খিত ঘটনারোধ এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিধি-নিষেধগুলো প্রচার করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে প্রচারিত বিধিনিষেধের প্রাসঙ্গিকতা সম্পর্কে বিভিন্ন মতামত প্রশাসনের নজরে এসেছে। কিছু বিধিনিষেধ বিদ্যামান থাকলেও বাস্তবতার কারণে তার কার্যকরিতা ও প্রয়োগ নেই। ফলে বাস্তব অবস্থা বিবেচনা করে এবং সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার জন্য প্রচারিত বিধি-নিষেধ সম্পর্কিত পত্রটি প্রত্যাহার করা হলো।

এর আগে, গত ১৯ ডিসেম্বর শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য ১৭টি নির্দেশনার কথা উল্লেখ করা হয়। উল্লেখিত আইনগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও বিভাগীয় সমিতি ছাড়া কোনো ক্লাব বা সমিতি বা ছাত্র সংগঠন গঠন করতে পারবে না। এছাড়া প্রক্টরের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো মিটিং, পার্টি বা আপ্যায়ন অথবা বাদ্যযন্ত্র বাজানো যাবে না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক এবং অফিসারের প্রক্টরিয়াল ক্ষমতা থাকবে, রাতের খাবারের পর পর ছাত্রদের রোল কল করতে হবে, রোল কলের সময় শিক্ষার্থীদের অবশ্যই তাদের রুমে থাকতে হবে।

এছাড়াও নভেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত রাত সাড়ে ৯টা এবং অন্যান্য সময় সাড়ে ১০টায় হলের গেট বন্ধ করতে হবে এবং সকাল ৫টার আগে খোলা যাবে না। আবাসিক ছাত্রীদের সান্ধ্য আইনের আওতায় শীতকালে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সকাল ৬টা এবং গ্রীষ্মকালে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত হলে অবস্থান করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

রাতের খাবারের পর হবে না রোল কল, প্রত্যাহার ১৭ নির্দেশনা

প্রকাশিত সময় : ০৮:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে রাতের খাবারের পর রোল কল করাসহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ১৭টি নিয়ম-শৃঙ্খলা সংবলিত নোটিশটি প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নিয়ম-শৃঙ্খলা সম্পর্কিত বিধি-নিষেধ অভিহিত করা, র‌্যাগিংয়ের মতো অন্যন্য অনাকাঙ্খিত ঘটনারোধ এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিধি-নিষেধগুলো প্রচার করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে প্রচারিত বিধিনিষেধের প্রাসঙ্গিকতা সম্পর্কে বিভিন্ন মতামত প্রশাসনের নজরে এসেছে। কিছু বিধিনিষেধ বিদ্যামান থাকলেও বাস্তবতার কারণে তার কার্যকরিতা ও প্রয়োগ নেই। ফলে বাস্তব অবস্থা বিবেচনা করে এবং সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার জন্য প্রচারিত বিধি-নিষেধ সম্পর্কিত পত্রটি প্রত্যাহার করা হলো।

এর আগে, গত ১৯ ডিসেম্বর শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা বিষয়ক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রশাসন। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য ১৭টি নির্দেশনার কথা উল্লেখ করা হয়। উল্লেখিত আইনগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও বিভাগীয় সমিতি ছাড়া কোনো ক্লাব বা সমিতি বা ছাত্র সংগঠন গঠন করতে পারবে না। এছাড়া প্রক্টরের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো মিটিং, পার্টি বা আপ্যায়ন অথবা বাদ্যযন্ত্র বাজানো যাবে না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক এবং অফিসারের প্রক্টরিয়াল ক্ষমতা থাকবে, রাতের খাবারের পর পর ছাত্রদের রোল কল করতে হবে, রোল কলের সময় শিক্ষার্থীদের অবশ্যই তাদের রুমে থাকতে হবে।

এছাড়াও নভেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত রাত সাড়ে ৯টা এবং অন্যান্য সময় সাড়ে ১০টায় হলের গেট বন্ধ করতে হবে এবং সকাল ৫টার আগে খোলা যাবে না। আবাসিক ছাত্রীদের সান্ধ্য আইনের আওতায় শীতকালে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সকাল ৬টা এবং গ্রীষ্মকালে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত হলে অবস্থান করতে হবে।