রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এককভাবে কর্মীদের নিয়ে শোডাউন দিয়েছেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শোডাউন শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের দলীয় ট্রেন্ডে শেষ হয়।
এই শোডাউন বিষয়ে ছাত্রলীগের নতুন করে সম্মেলনের দাবি করা নেতারা বলছেন, এত সংখ্যক কর্মী নিয়ে এমন শোডাউন অবশ্যই সম্মেলনের দাবিতে। অথবা আমাদের কর্মসূচির পাল্টা শক্তি জানান দিতে এমন কর্মসূচি করছেন তিনি৷ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ও ২৮ ডিসেম্বর নতুন কমিটির দাবিতে মৌন মিছিল করে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা। এছাড়া সম্মেলন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির সাথে জাতীয় প্রোগ্রাম ছাড়া কোন প্রোগ্রামে অংশগ্রহণ করবে না।
সম্মেলনের দাবি করা নেতারা হলো- বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, মেজবাহুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয় প্রমুখ। শোডাউনের বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান মিশু বলেন, ‘এটি আমার ব্যক্তিগত একটি প্রোগ্রাম। আমার কর্মীদের নিয়ে শোডাউন করেছি। তবে দীর্ঘদিন ধরে এই শাখার সম্মেলন হয়নি। তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি কমিটি দেওয়ার ব্যাপারে আন্তরিক আছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি দিতে সম্মত হয়েছে। কমিটি হয়তো দ্রুতই হবে। তবে নির্দিষ্ট কোন তারিখে এখনো জানাইনি। করোনার সময় না থাকলে এতদিন হয়তো কমিটি হয়েই যেতো।’
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে রাবি শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক: 























