সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে নারীসহ কমপক্ষে চারজন নিহত হন। আহত হয়েছেন বাসযাত্রীসহ ১০ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের গোজা সেতু এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়।
ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ওই বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























