দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২ জানুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে।
সংবাদে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে। সে সময় চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা।
পার্লামেন্ট ভবন এবং এর ছাদে আগুন লাগার খবরটি এএফপির প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন কেপটাউনের জরুরি বিভাগের একজন মুখপাত্র।
তিনি বলেছেন, ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া আগুনটি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ঘটনাস্থলের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যদিও ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
সূত্র : এএফপি

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























