সিলেটের জকিগঞ্জে নৌকার বিজয় মিছিলে মোটরসাইকেল শোডাউনে গিয়ে দুর্ঘটনায় আশরাফুল ইসলাম তোষার নামের এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) গভীর রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ইসলাম সুলতানপুর ইউপির ভক্তিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। তিনি জকিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইউপি ভোটের ফলাফলের পর রাত সাড়ে ৯টার দিকে বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে আনন্দ মিছিলে বের করেন। শোডাউনটি গঙ্গাজল এলাকায় পৌঁছার পর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফুল ইসলাম তোষার মারাত্মক আহত হলে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে গভীর রাতে তার মৃত্যু হয়।
বারঠাকুরী ইউপির চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানিয়েছেন, নিহত আশরাফুল ইসলাম তোষারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শুক্রবার লাশ দাফন করা হবে।
এ নিয়ে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























