স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, ওমিক্রনের প্রকোপ বাড়ায় আমরা এ জরুরি সভা আহ্বান করি। এতে সিদ্ধান্ত গৃহিত হয় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস পরীক্ষা চলবে। তবে কোন বিভাগ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। এছাড়াও ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সহ লোকসমাগম এড়িয়ে চলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী বা কমর্চারী করোনায় আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম জানান, ওমিক্রনে মৃত্যু হার খুবই নগণ্য তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্ববিদ্যালয়ে কঠোর ভাবে বিধিনিষেধ পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে ওমিক্রনের প্রভাবে বড় কিছু হবে না বলে আশা রাখা যায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতি হলে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। প্রশাসনের এ জরুরি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির প্রতিনিধি টিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মো. জুবায়ের
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাবিতে বহাল থাকছে সশরীরে ক্লাস ও পরীক্ষা
-
মো. জুবায়ের - প্রকাশিত সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- ২৫২
Tag :
সর্বাধিক পঠিত



























