মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে অনলাইন ক্লাসে যাচ্ছে রাবি, খোলা থাকছে আবাসিক হল

 চলমান করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রেক্ষিতে হল খোলা রেখে অনলাইন ক্লাসে যাবার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনীয় অবকাঠামো স্বল্পতায় পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে এসব কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাবির সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।”
দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ সীমিত পরিসরে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে।
তিনি আরও বলেন, ‌‘আপাতত অনলাইনে পরীক্ষা নেয়ার মতো অবকাঠামো আমাদের নাই। পরবর্তীতে হলে তখন আমরা অনলাইনে নিতে পারবো। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ পুরোপুরি খোলা রাখা হবে। সেখানে শিক্ষার্থীদের জন্য আইসোলেশন কক্ষ ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও দাপ্তরিক প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসে সভা-সমাবেশ ও জনসমাগম না করার জন্য জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, গতকাল (২০ জানুয়ারি)  দুপুরে অনলাইন কিংবা অফলাইন যেকোনো উপায়ে ক্লাস চালিয়ে নেয়ার পাশাপাশি সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দিয়েছিল রাবি প্রশাসন। তবে আজ (২১ জানুয়ারি) দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে জরুরি বৈঠকে বসে প্রশাসন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অবশেষে অনলাইন ক্লাসে যাচ্ছে রাবি, খোলা থাকছে আবাসিক হল

প্রকাশিত সময় : ০২:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
 চলমান করোনা পরিস্থিতিতে দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রেক্ষিতে হল খোলা রেখে অনলাইন ক্লাসে যাবার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রয়োজনীয় অবকাঠামো স্বল্পতায় পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে এসব কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাবির সশরীর শ্রেণিকক্ষে পাঠদান ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।”
দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ সীমিত পরিসরে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে।
তিনি আরও বলেন, ‌‘আপাতত অনলাইনে পরীক্ষা নেয়ার মতো অবকাঠামো আমাদের নাই। পরবর্তীতে হলে তখন আমরা অনলাইনে নিতে পারবো। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ পুরোপুরি খোলা রাখা হবে। সেখানে শিক্ষার্থীদের জন্য আইসোলেশন কক্ষ ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও দাপ্তরিক প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি ক্যাম্পাসে সভা-সমাবেশ ও জনসমাগম না করার জন্য জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে, গতকাল (২০ জানুয়ারি)  দুপুরে অনলাইন কিংবা অফলাইন যেকোনো উপায়ে ক্লাস চালিয়ে নেয়ার পাশাপাশি সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দিয়েছিল রাবি প্রশাসন। তবে আজ (২১ জানুয়ারি) দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নিয়ে জরুরি বৈঠকে বসে প্রশাসন।