করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড খান গোলাম কুদ্দুস।
তিনি বলেন, বহিরাগতের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে যাতে স্বাস্থ্য বিধি মানা হয়।সবাই নিরাপদে থাকতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংশ্লিষ্ট সকলের প্রতি ক্যাম্পাসে অবস্থানকালীন যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি আবাসিক হলে আইশোলেশন রুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে।

খুবি প্রতিনিধি 























