মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ওমিক্রনের ৩ সাব টাইপস শনাক্ত

রাজধানীতে ওমিক্রনের অন্তত তিনটি সাব টাইপস শনাক্ত হয়েছে। মূলত এ ধরনগুলোই সংক্রমণ ছড়াচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) এর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, ঢাকা শহরে এখন ওমিক্রন ধরনেই সংক্রমণ বেশি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এর মধ্যে আছে আফ্রিকান, ইউরো আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ধরন।

আইসিডিডিআরবি বলছে, ২০ জানুয়ারি পর্যন্ত ৬৩ জন নিশ্চিভাবে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫২ জন ঢাকা শহরের, ৮ জন চট্টগ্রামের এবং ৩ জন যশোরের।

এছাড়া আইসিডিডিআরবি’র ল্যাবে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ শতাংশই ছিল করোনায় আক্রান্ত। এর মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত ছিলেন।

এদিকে রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজধানীতে ওমিক্রনের ৩ সাব টাইপস শনাক্ত

প্রকাশিত সময় : ০৪:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২

রাজধানীতে ওমিক্রনের অন্তত তিনটি সাব টাইপস শনাক্ত হয়েছে। মূলত এ ধরনগুলোই সংক্রমণ ছড়াচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি) এর গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির গবেষণা বলছে, ঢাকা শহরে এখন ওমিক্রন ধরনেই সংক্রমণ বেশি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এর মধ্যে আছে আফ্রিকান, ইউরো আমেরিকান এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ধরন।

আইসিডিডিআরবি বলছে, ২০ জানুয়ারি পর্যন্ত ৬৩ জন নিশ্চিভাবে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫২ জন ঢাকা শহরের, ৮ জন চট্টগ্রামের এবং ৩ জন যশোরের।

এছাড়া আইসিডিডিআরবি’র ল্যাবে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে ১ হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ শতাংশই ছিল করোনায় আক্রান্ত। এর মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত ছিলেন।

এদিকে রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৯০৬ জন। শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে।