সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ৫৬ লাখ ২২ হাজার মৃত্যু দেখল বিশ্ব

Covid 19 victims body arrive for funeral service handled by health workers at Kampung Sungai Pusu muslim cemetery. May 22,2021. Picture by Ahmad Zamzahuri

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ছয় হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত রোগীদের সংখ্যা প্রায় ২০ লাখে নেমে এসেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল এবং কলম্বিয়া। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৪৮ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৬ লাখ ২২ হাজারে পৌঁছে গেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৯২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় দেড় লাখ কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৪৮ লাখ আট হাজার ১৯৩ জনে পৌঁছেছে।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখল যুক্তরাষ্ট্রের জনগণ। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন চার লাখ ৫৬ হাজার ৪৬০ জন। আর মারা গেছেন এক হাজার ১৯১ জন। মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে আট লাখ ৯১ হাজার ৫৮৯ জনের।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। শেষ এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫৫ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যু হয়েছে তিন লাখ ২৬ হাজার ৭৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ আট হাজার ৪৮১ জন এবং প্রাণ হারিয়েছেন ৩৯৩ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৬৮ লাখ ৯১৩ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ২২ জনের। একই সময়ে অঞ্চলটির অন্য দেশ ইতালিতে নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ৭৭ হাজার ৬৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৫২ জন।

এছাড়া গেল এক দিনে ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৪৪৭ জন। আর মারা গেছেন ৫৬ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৫৩ হাজার ৯১৬ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২১ হাজার ২১৯ জন। আর মারা গেছেন ২৩৭ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯৬২ জন। আর মারা গেছেন ১৬১ জন। মহামারি করোনা ভাইরাস থাবা বসানোর অর থেকে দেশটিতে এ পর্যন্ত ৮৮ লাখ আট হাজার ১০৭ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৫১৫ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৯১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৭ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৫০৯ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৩ হাজার ৪১২ জনের।

এ দিকে কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৫৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৮ জন, কানাডায় ১৪৮ জন, আর্জেন্টিনায় ২৭৬ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ১২২ জন এবং ভিয়েতনামে ১৬৫ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৯৮ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ১৮৩ জনের।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

করোনায় ৫৬ লাখ ২২ হাজার মৃত্যু দেখল বিশ্ব

প্রকাশিত সময় : ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যদিও আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ছয় হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত রোগীদের সংখ্যা প্রায় ২০ লাখে নেমে এসেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, ব্রাজিল এবং কলম্বিয়া। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৪৮ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৬ লাখ ২২ হাজারে পৌঁছে গেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচ হাজার ৯২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১৩০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৬ লাখ ২২ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় দেড় লাখ কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩৫ কোটি ৪৮ লাখ আট হাজার ১৯৩ জনে পৌঁছেছে।

এ দিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখল যুক্তরাষ্ট্রের জনগণ। একই সময়ে মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন চার লাখ ৫৬ হাজার ৪৬০ জন। আর মারা গেছেন এক হাজার ১৯১ জন। মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে আট লাখ ৯১ হাজার ৫৮৯ জনের।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। শেষ এক দিনে দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৫৫ জন। আর নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ১০৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ১১ লাখ ৭৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে এবং মৃত্যু হয়েছে তিন লাখ ২৬ হাজার ৭৬৭ জনের।

গত ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ আট হাজার ৪৮১ জন এবং প্রাণ হারিয়েছেন ৩৯৩ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৬৮ লাখ ৯১৩ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ২২ জনের। একই সময়ে অঞ্চলটির অন্য দেশ ইতালিতে নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন ৭৭ হাজার ৬৯৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৫২ জন।

এছাড়া গেল এক দিনে ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮৮ হাজার ৪৪৭ জন। আর মারা গেছেন ৫৬ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে যুক্তরাজ্যে এ পর্যন্ত এক কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৬৮৫ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ৫৩ হাজার ৯১৬ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২১ হাজার ২১৯ জন। আর মারা গেছেন ২৩৭ জন।

এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৯৬২ জন। আর মারা গেছেন ১৬১ জন। মহামারি করোনা ভাইরাস থাবা বসানোর অর থেকে দেশটিতে এ পর্যন্ত ৮৮ লাখ আট হাজার ১০৭ জন রোগটিতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৫১৫ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে কোভিড আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৯১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৭ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৫০৯ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ২৩ হাজার ৪১২ জনের।

এ দিকে কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন চার লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে গেল এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৫৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৮ জন, কানাডায় ১৪৮ জন, আর্জেন্টিনায় ২৭৬ জন, গ্রিসে ১১৩ জন, হাঙ্গেরিতে ১২২ জন এবং ভিয়েতনামে ১৬৫ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ৯৮ জন। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ তিন হাজার ১৮৩ জনের।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।