সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাসরঘরেও টিকটক করলেন নববধূ, ভিডিও ভাইরাল

মহামারি করোনায়ভাইরাসের প্রকোপ আবারো বাড়ছে। করোনায়ভাইরাসের কারনে অনেক মানুষের বিয়ে আটকে আছে আবার অনেকেই তৃতীয় ঢেউ আসার আগেই বিয়ে করে ফেলেছেন। এর মধ্যে যেমন আছেন সাধারণ মানুষ, তেমনি আছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের মতো অভিনেতারাও। আর বিয়ে মানেই এখন আবার নতুন বিষয় হলো ভাইরাল ভিডিও। বিয়ের ভিডিও ভাইরাল মানেই তাতে নতুন কিছু আছে। এই যেমন কিছুদিন আগেই ভাইরাল হয়েছেন এক দম্পতি। তাঁরা বদলে ফেলেছিলেন বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানের নিয়ম।

আবার কেউ মহিলা পুরোহিতের সাহায্যে বিয়ে সেরে পরিচয় দিয়েছেন নতুনত্বের। সমাজ যে অনেক বদলেছে তা এই ভাইরাল ভিডিও দেখলেই বোঝা যায়। তবে এসব ছাড়াও বহু মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নানা সময়ে। এই যেমন মালা পরাতে গিয়ে উল্টে পড়েছেন বর। কিংবা কনে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছেন বর আনতে। কিংবা জিন্সের সঙ্গে শাড়ি পরে বিয়ের আসরে এসে ভাইরাল হয়েছেন কনে। তাইবলে বাসর ঘর থেকে ভিডিও বোধহয় কেউ এখনও শেয়ার করেননি। এবার তেমনটাই করলেন এক নববধূ।

ভিডিওটি অক্টোবর মাসের। সে সময়েই ভিডিওটি বানিয়েছেন এই নব বধূ। ভিডিওতে দেখা যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর। বেনারসিতে সেজে রয়েছেন কনে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরেই মজার কাণ্ড ঘটালেন ওই নব বধূ। ফুলশয্যার খাটে শুয়ে বউয়ের সাজে টিকটক ভিডিও বানিয়ে ফেললেন তিনি। মাথায় সিঁদুর লেপটে, গা ভর্তি গয়না। তিনি গানের সঙ্গে ভিডিও করছেন।

ভিডিওতে শোনা যাচ্ছে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই গানেই টিকটক ভিডিও বানালেন ওই নববধূ। ভিডিওটি দু’মাস আগের হলেও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র- নিউজ ১৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাসরঘরেও টিকটক করলেন নববধূ, ভিডিও ভাইরাল

প্রকাশিত সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

মহামারি করোনায়ভাইরাসের প্রকোপ আবারো বাড়ছে। করোনায়ভাইরাসের কারনে অনেক মানুষের বিয়ে আটকে আছে আবার অনেকেই তৃতীয় ঢেউ আসার আগেই বিয়ে করে ফেলেছেন। এর মধ্যে যেমন আছেন সাধারণ মানুষ, তেমনি আছেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের মতো অভিনেতারাও। আর বিয়ে মানেই এখন আবার নতুন বিষয় হলো ভাইরাল ভিডিও। বিয়ের ভিডিও ভাইরাল মানেই তাতে নতুন কিছু আছে। এই যেমন কিছুদিন আগেই ভাইরাল হয়েছেন এক দম্পতি। তাঁরা বদলে ফেলেছিলেন বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানের নিয়ম।

আবার কেউ মহিলা পুরোহিতের সাহায্যে বিয়ে সেরে পরিচয় দিয়েছেন নতুনত্বের। সমাজ যে অনেক বদলেছে তা এই ভাইরাল ভিডিও দেখলেই বোঝা যায়। তবে এসব ছাড়াও বহু মজার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নানা সময়ে। এই যেমন মালা পরাতে গিয়ে উল্টে পড়েছেন বর। কিংবা কনে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছেন বর আনতে। কিংবা জিন্সের সঙ্গে শাড়ি পরে বিয়ের আসরে এসে ভাইরাল হয়েছেন কনে। তাইবলে বাসর ঘর থেকে ভিডিও বোধহয় কেউ এখনও শেয়ার করেননি। এবার তেমনটাই করলেন এক নববধূ।

ভিডিওটি অক্টোবর মাসের। সে সময়েই ভিডিওটি বানিয়েছেন এই নব বধূ। ভিডিওতে দেখা যাচ্ছে মাথা ভর্তি সিঁদুর। বেনারসিতে সেজে রয়েছেন কনে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এর পরেই মজার কাণ্ড ঘটালেন ওই নব বধূ। ফুলশয্যার খাটে শুয়ে বউয়ের সাজে টিকটক ভিডিও বানিয়ে ফেললেন তিনি। মাথায় সিঁদুর লেপটে, গা ভর্তি গয়না। তিনি গানের সঙ্গে ভিডিও করছেন।

ভিডিওতে শোনা যাচ্ছে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। এই গানেই টিকটক ভিডিও বানালেন ওই নববধূ। ভিডিওটি দু’মাস আগের হলেও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্র- নিউজ ১৮।