সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন সংকট: নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার ‘হুমকিমূলক আচরণের’ কারণে ইউক্রেনের চারপাশে সংকট দেখা দিয়েছে। এটি মোকাবেলায় আগামী সোমবার তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত সভার (পাবলি কমিটিং) আহবান জানিয়েছে।

জাতিসংঘে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাসগ্রিনফিল্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুল রুশ সৈন্য মোতায়েন নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা—ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করছে রাশিয়া। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বানের কথা জানাল যুক্তরাষ্ট্র।

লিন্ডা থমাসগ্রিনফিল্ড বলেছেন, “ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী রাশিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্যান্য অস্থিতিশীল কর্মকান্ডে জড়িয়ে ইউক্রেন সীমান্তে হুমকি সৃষ্টি করছে। যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের জন্য সুস্পষ্ট লংঘন।”

এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদকে চলমান পরিস্থিতি অবশ্যই খতিয়ে দেখতে হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে আন্তর্জাতিকভাবে করণীয় কী হতে পারে, তা নির্ধারণ করতে হবে।’

লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘বসে বসে দেখা ও অপেক্ষার সময় নয় এটি।  নিরাপত্তা পরিষদের পূর্ণ মনোযোগ এখন প্রয়োজন। সোমবার আমরা সরাসরি ও ফলপ্রসূ আলোচনার আশা করছি।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি রাশিয়া। পরিষদে উত্থাপন করা যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইউক্রেন সংকট: নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার ‘হুমকিমূলক আচরণের’ কারণে ইউক্রেনের চারপাশে সংকট দেখা দিয়েছে। এটি মোকাবেলায় আগামী সোমবার তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত সভার (পাবলি কমিটিং) আহবান জানিয়েছে।

জাতিসংঘে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাসগ্রিনফিল্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুল রুশ সৈন্য মোতায়েন নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা—ইউক্রেনে আক্রমণের পরিকল্পনা করছে রাশিয়া। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বানের কথা জানাল যুক্তরাষ্ট্র।

লিন্ডা থমাসগ্রিনফিল্ড বলেছেন, “ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী রাশিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্যান্য অস্থিতিশীল কর্মকান্ডে জড়িয়ে ইউক্রেন সীমান্তে হুমকি সৃষ্টি করছে। যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘ সনদের জন্য সুস্পষ্ট লংঘন।”

এ ছাড়া মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদকে চলমান পরিস্থিতি অবশ্যই খতিয়ে দেখতে হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে আন্তর্জাতিকভাবে করণীয় কী হতে পারে, তা নির্ধারণ করতে হবে।’

লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘বসে বসে দেখা ও অপেক্ষার সময় নয় এটি।  নিরাপত্তা পরিষদের পূর্ণ মনোযোগ এখন প্রয়োজন। সোমবার আমরা সরাসরি ও ফলপ্রসূ আলোচনার আশা করছি।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের একটি রাশিয়া। পরিষদে উত্থাপন করা যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির।