রাজশাহী গোদাগাড়ী চব্বিশ নগর গদাপুকুরে অবস্থিত ইসলামিয়া মাদ্রাসায়,মাদ্রাসাতুল উলুমিল শীতবস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রভাষক ও বরেন্দ্র সচেতন সমাজ,র সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য রায়হানুজ্জামান সোহান এর নির্দেশনায় ও সম্মানিত কেন্দ্রীয় উপদেষ্টা আসমাউল হুসনা রিও সভাপতিত্বে ও রায়হান রোহানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর কর্ণহার দর্শন পাড়া ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান মোঃ সাব্বির রহমান , কদম শহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা শেখ মোঃ আব্দুল খালেক, মাদ্রাসা শিক্ষক, বরেন্দ্র সচেতন সমাজ’র সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলম সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিফাত,সাবেক সদস্য মেহেদি প্রমূখ।
কর্ণহার দর্শন পাড়া ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান মোঃ সাব্বির রহমান বলেন রাজশাহীর একগুচ্ছ তরুণ সমাজ যে আমাদের গ্রামে এসে ঐ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মাঝে যে পোশাক বিতরণ করল এ দেখে এ দেখে আমি আনন্দিত হয়েছি এবং তাদের জন্য দোয়া করি যেন এভাবে মানুষের পাশে দাঁড়ায় আজকের তরুণ সমাজ পারবে সমাজকে সঠিক ও সুন্দর পথে নিয়ে যেতে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান বলেন আপনারা জানলে আরো খুশি হবেন যে করোনাকালে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলাম সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে। অতীতে বন্যার্তদের পাশে থাকা ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে শিক্ষাসামগ্রী। শীতকালেও চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়ানোর। শীতে সবচেয়ে কষ্টে থাকেন রেলস্টেশন এলাকার ছিন্নমূল মানুষেরা। খোলা জায়গায় রাত্রীযাপন করেন তারা। সেজন্য তাদের খুঁজে খুঁজে এ শীতবস্ত্র বিতরণ করেছি। আজকে এ মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে পোশাক দিতে পেরে সত্যিই আমি নিজেকে গর্বিত মনে করছি ।কবি বলেছেন ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’ এই কথাটিকে মূল্যয়ন করে আমাদের সকালে উচিত এগিয়ে আসা।

নিজস্ব প্রতিবেদক: 























