রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।এ ঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।তিনি রাবি ড্রামা অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় আহত চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিমেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাবির জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডে দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।দোষীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও জানান,রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ৫টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে।ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়েছে। এছাড়া, ৪০০-৫০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তা দিয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেলে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হন ও অপরজন আহত হন।
ট্রাকটি একটি একাডেমিক ভবন নির্মাণের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ছিল ব

নিজস্ব প্রতিবেদক: 




















