রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হিমেলকে চাপা দেওয়া ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। আটককৃত ড্রাইভারের নাম মো. টিটু (৩৫)।
বুধবার দুপুরে নগরীরর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা জোনের এডিসি একরামুল হক।
তিনি জানান, দুপুরে নগরীরর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে পাথর বোঝাই এক ট্রাক চাপা দেয় হিমেলকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পাঁচ ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাংচুর চালায়।

নিজস্ব প্রতিবেদক: 























