শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ৫৩৯ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হারে নিম্নগতি পরিলক্ষিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় আরো ৫৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ৮৯ শতাংশ। তারও আগের দিন বুধবার ২১ দশমিক ৩২ শতাংশ এবং মঙ্গলবার ২৪ দশমিক ৩৯ শতাংশ শনাক্ত হয়েছিল। তবে স্বস্তির খবর, গত একদিনে কোন করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলার মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে মিরসরাইয়ে ৩১ জন। এছাড়া লোহাগাড়ায় ৭, সাতকানিয়ায় ১৯, বাঁশখালীতে ৮, আনোয়ারায় ৮, চন্দনাইশে ৮, পটিয়ায় ১১, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ৮, রাউজানে ১৭, ফটিকছড়িতে ২৯, হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ৯ ও সন্দ্বীপ উপজেলায় ৫জনের শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৮৮ হাজার ৯৪৫ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ১৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়ার দাবি মির্জা ফখরুলের

চট্টগ্রামে আরও ৫৩৯ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত সময় : ০৭:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

চট্টগ্রামে গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের হারে নিম্নগতি পরিলক্ষিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় আরো ৫৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। আগের দিন বৃহস্পতিবার ছিল ১৮ দশমিক ৮৯ শতাংশ। তারও আগের দিন বুধবার ২১ দশমিক ৩২ শতাংশ এবং মঙ্গলবার ২৪ দশমিক ৩৯ শতাংশ শনাক্ত হয়েছিল। তবে স্বস্তির খবর, গত একদিনে কোন করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৪৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
উপজেলার মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে মিরসরাইয়ে ৩১ জন। এছাড়া লোহাগাড়ায় ৭, সাতকানিয়ায় ১৯, বাঁশখালীতে ৮, আনোয়ারায় ৮, চন্দনাইশে ৮, পটিয়ায় ১১, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় ৮, রাউজানে ১৭, ফটিকছড়িতে ২৯, হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ৯ ও সন্দ্বীপ উপজেলায় ৫জনের শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৮৮ হাজার ৯৪৫ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ১৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরীর। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।
চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।