মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল খুলছে দিল্লিতে

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটসহ সবধরনের শিক্ষা-প্রতিষ্ঠান আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিল্লি সরকারের এক বৈঠকে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। খবর এনডিটিভির।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রাজধানীর সকল জিম, সুইমিং পুল এবং স্পা সেন্টারগুলোও পুনরায় চালু হবে।

রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির কার্যক্রম চালু হবে। কিন্তু শিক্ষকদের মধ্যে যারা এখনো করোনা প্রতিরোধী ভ্যাকসিন নেননি তারা ক্লাসে অংশ নিতে পারবেন না। অন্য দিকে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হবে।

জানা গেছে, সেদিন থেকে অফিসগুলোতে শতভাগ কর্মী উপস্থিত থাকতে বলা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের গাড়ির চালকদেরও অবশ্যই মাস্ক পড়তে হবে।

কেন্দ্রীয় সরকারের করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার তথ্য প্রদানের পর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্তটি নিল দিল্লি রাজ্য সরকার।

গত বছর মার্চ মাস থেকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিল্লিতে বন্ধ ঘোষণা করা হয় সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। মূলত এরপর থেকেই বিদ্যালয়গুলো বন্ধই ছিল। সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য। এতদিন পর্যন্ত দিল্লির স্কুলগুলোয় কেবল নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু ছিল। সোমবার থেকে পুরোপুরি খুলে যাবে স্কুল।

এদিন ডিডিএমএয়ের বৈঠকে সভাপতি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল। বৈঠকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারেও জোর দেওয়া হয়।উল্লেখ্য, নাইট কারফিউয়ের ক্ষেত্রে এক ঘণ্টা সময় কমিয়ে আনা হয়েছে। এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে কারফিউ জারি থাকবে। আগে ছিল রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্কুল খুলছে দিল্লিতে

প্রকাশিত সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটসহ সবধরনের শিক্ষা-প্রতিষ্ঠান আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হচ্ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিল্লি সরকারের এক বৈঠকে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়। খবর এনডিটিভির।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রাজধানীর সকল জিম, সুইমিং পুল এবং স্পা সেন্টারগুলোও পুনরায় চালু হবে।

রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির কার্যক্রম চালু হবে। কিন্তু শিক্ষকদের মধ্যে যারা এখনো করোনা প্রতিরোধী ভ্যাকসিন নেননি তারা ক্লাসে অংশ নিতে পারবেন না। অন্য দিকে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হবে।

জানা গেছে, সেদিন থেকে অফিসগুলোতে শতভাগ কর্মী উপস্থিত থাকতে বলা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের গাড়ির চালকদেরও অবশ্যই মাস্ক পড়তে হবে।

কেন্দ্রীয় সরকারের করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার তথ্য প্রদানের পর পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্তটি নিল দিল্লি রাজ্য সরকার।

গত বছর মার্চ মাস থেকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিল্লিতে বন্ধ ঘোষণা করা হয় সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। মূলত এরপর থেকেই বিদ্যালয়গুলো বন্ধই ছিল। সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য। এতদিন পর্যন্ত দিল্লির স্কুলগুলোয় কেবল নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু ছিল। সোমবার থেকে পুরোপুরি খুলে যাবে স্কুল।

এদিন ডিডিএমএয়ের বৈঠকে সভাপতি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল। বৈঠকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারেও জোর দেওয়া হয়।উল্লেখ্য, নাইট কারফিউয়ের ক্ষেত্রে এক ঘণ্টা সময় কমিয়ে আনা হয়েছে। এখন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে কারফিউ জারি থাকবে। আগে ছিল রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত।