সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে আজ রবিবার।
সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া এই বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৮ জানুয়ারি আপিল বিভাগে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । তিনি বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জনের পর এলএলবি পাস করেন। ১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালত ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগ এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























