চট্টগ্রামের ছলিমপুর জঙ্গলে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার। জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়। শেষ হয় রাত ১টার দিকে। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর সদস্য বলে জানিয়েছে র্যাব। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























