মারধরের মামলায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান মতি খানসহ ২৬ জনের জামিন বাতিল করে করাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হুমায়ন কবিরের আদালত আজ সোমবার দুপুরে এ আদেশ দেয়।
আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে লুটপাট ও মারধরের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে ওই পৌর মেয়র-সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন ৬ নম্বর ওয়ার্ডের নুনগোলা মহল্লার আনোয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম।
ওই মামলায় আজ দুপুরে আদালতে হাজিরা দিলে পৌর মেয়র মতিউর রহমান খানসহ ২৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ২৪ জানুয়ারি তারা আদালতে হাজির হয়ে অন্তর্বর্তীকালীন জামিন নেন। ওই সময় আদালত বাদীর জিনিসপত্র ৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দিতে তাদের নির্দেশ দিয়েছিলেন।
এ বিষয়ে এপিপি আঞ্জুমান আরা বলেন, তারা জিনিসপত্র ফেরত না দেওয়ায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে আজ বিকেলে রহনপুর পৌরবাসীর ব্যানারে আসামিদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। যেখানে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-১ জাহানারা বেগম, মোস্তাফিজুর রহমান জেম, সৈয়দ আব্দুল মুকিদ, খাইরুল ইসলাম। এ সময় পৌর মেয়রসহ অন্যান্য আসামিদের দ্রুত মুক্তি না দিলে পৌরসেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
























