জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে ভার্চুয়ালি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় অনলাইনে অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যে যে বিশ্ববিদ্যালয়েই পড়ি না কেন সেটি আমাদের নিজেদের কাছে সেরা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষকরা সেরা শিক্ষক। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সকল কিছুর ঊর্ধ্বে আমাদের প্রতিষ্ঠানকে তুলে ধরা, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ ঠিক রাখা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে তা সকলের জন্যই মঙ্গল হবে।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, নবাগত শিক্ষার্থীরা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। তারা যদি লেখা পড়া ঠিক মতো করে, চরিত্র গঠন করে, বাহাত্তরের সংবিধান অনুসারে উন্নত দেশের অভিযাত্রায় নিজেদের শামিল করে তাহলে তাদের ভবিষ্যৎ হবে স্বর্ণালী ভবিষ্যৎ।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ করে সেশনযটমুক্ত বিশ্ববিদ্যালয় গঠন করে নজরুল বিশ্ববিদ্যালয় উন্নত বাংলাদেশের অভিযাত্রায় সামিল হবে বলে ওরিয়েন্টেশনে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, দফতর প্রধানগণ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে সঞ্চালনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন তাবাস্সুম মেহনাজ ও রাশেদুল আলম। প্রকাশিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন।

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

























