‘প্রেমে ব্যর্থ’ হয়ে টাঙ্গাইলের মধুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত প্রীতম কুমার সিংহ (২১) পৌর এলাকার উত্তম কুমার সিংহের ছেলে।বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।তিনি চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়,টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিতমের।সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়।প্রেমিকাকে হারানোর বেদনা ও ক্ষোভে এই আত্মহত্যা করতে পারেন প্রিতম।
পারিবারিক সূত্রে জানা গেছে,প্রেমে ব্যর্থ হয়ে প্রীতম রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে এমোনিয়াম সালফেট (গ্যাস ট্যাবলেট) সেবন করেন। পরে স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।
এ ব্যাপারে মধুপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মুরাদ হোসেন বলেন,বিষয়টি আমরা শুনেছি।তবে এব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























