জামালপুরে ট্রেনে কাটা পড়ে সোনালি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে বন্দেরবাড়ী এলাকায় সোমবার রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে, তবে পরিচয় অজ্ঞাত ছিল। মঙ্গলবার সকালে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের পরিচয় শনাক্ত করে।
নিহত ব্যক্তির নাম কামরুল আলম খান (৫৪), তিনি সোনালি ব্যাংক জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে। কামরুল আলম খান জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ভাড়া থাকতেন।
ওসি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

জামালপুর প্রতিনিধি 

























