চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, ল্যাব এইড, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১২ দশমিক ২৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ২৪৫ জন, হাটহাজারীর ৩২ জন, সীতাকুণ্ডের ১১ জন, বাঁশখালীর ১১ জন, পটিয়ার নয়জন, মিরসরাইয়ের সাতজন, চন্দনাইশের সাতজন, বোয়ালখালীর সাতজন, ফটিকছড়ির ছয়জন, আনোয়ারার পাঁচজন, সাতকানিয়ার পাঁচজন, লোহাগাড়ার তিনজন, সন্দ্বীপের তিনজন ও রাউজানের একজন রয়েছেন।
এর আগে, মঙ্গলবার ৩৯৭, সোমবার ৫৩০, রোববার ৩৬১, শনিবার ৫৭৪, শুক্রবার ৫৩৯ ও বৃহস্পতিবার ৫৮০ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯০ হাজার ৫০০ জন ও উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ৮২৫ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৪ হাজার ৩২৫ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬০ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৬ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রাম প্রতিনিধি 






















