ডাক্তার দেখিয়ে ফেরার পথে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জয়পুরহাটে লায়লা নাসরিন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের পুরানাপৈল এলাকার নিরিবিলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লায়লা নাসরিন কালাই শহরের মূল গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
পুরানাপৈল ইউপি সদস্য তারাকুল ইসলাম জানান, লায়লা নাসরিন স্বামী আনিসুর রহমানকে সাথে নিয়ে রাতে পাঁচবিবি উপজেলা থেকে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন। পথে পুরানাপৈল এলাকার নিরিবিলি হোটেলের কাছে পৌঁছালে বিপরীত দিকে থেকে ছুটে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর অধিকারকে দুর্ঘটনায় নারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























