সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে সোমবার থেকে অনলাইনেই শুরু হবে পাঠদান কার্যক্রম। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতটায় শুরু হওয়া জরুরি ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা দূর করতে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা।
এর আগে গত ১৩ জানুয়ারি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন কয়েকশ ছাত্রী। ১৬ জানুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























