মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আলোচিত সেই আয়েশাকে নিয়ে বাংলাদেশের ছবি ‘ইয়াসমিন’

গত বছর ১ মার্চ গুজরাতের আমদাবাদে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা আরিফ খান নামের ২৩ বছরের এক বিবাহিত তরুণী। আত্মহত্যার আগে নদীর ধারে হাসিমুখে একটি ভিডিও রেকর্ড করেছেন তিনি। যা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ভিডিওতে আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা বলেছেন আয়শা। ভিডিওতে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন তিনি। যদিও তাঁর বাবার অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির নিরন্তর ঝামেলার জেরেই আত্মহত্যা করেন আয়েশা।

ভিডিওতে আয়েশা বলেন, ‘কারো চাপে বা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। ’ বাবাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি শান্তিতে মরতে চাই। আমি লড়াই করতে চাই না। আরিফকে ভালোবাসি। আরিফ আমার স্বামী। ’

আত্মহত্যার আগে আরিফকেও ফোন করেছিলেন তিনি। পরে জানা যায়, ২০১৮ সালে রাজস্থানের বাসিন্দা আরিফ খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই আরিফ এবং তার বাড়ির লোকেরা পণের জন্য আয়েশার ওপর অত্যাচার করত। আদালতে মামলা করলেও সুবিচার পাননি আয়েশা। শেষ পর্যন্ত নিজের ওপর বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

বাংলাদেশে আয়েশার এই মর্মান্তিক ঘটনা নিয়েই ছবি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। আগামীকাল থেকে এফডিসিতে শুরু হবে ছবিটির শুটিং। আয়েশার চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানাননি রনী। তবে আয়েশার স্বামী আরিফের চরিত্রে অভিনয় করবেন এ কে আজাদ আদর।

এই বিষয়ে পরিচালক শামীম আহমেদ রনী বলেন, “ছবিটির নাম দিয়েছি ‘ইয়াসমিন’। গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সত্যি বলতে, আয়েশার চরিত্রে অর্থাৎ আমার ছবির ইয়াসমিন চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজনের অডিশন নিয়েছি। তালিকায় নতুন-পুরনোরা আছেন। তাদের থেকেই একজনকে বেছে নেব। “

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আলোচিত সেই আয়েশাকে নিয়ে বাংলাদেশের ছবি ‘ইয়াসমিন’

প্রকাশিত সময় : ১২:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

গত বছর ১ মার্চ গুজরাতের আমদাবাদে সবরমতী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আয়েশা আরিফ খান নামের ২৩ বছরের এক বিবাহিত তরুণী। আত্মহত্যার আগে নদীর ধারে হাসিমুখে একটি ভিডিও রেকর্ড করেছেন তিনি। যা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেই ভিডিওতে আবেগতাড়িত হয়ে বেশ কিছু কথা বলেছেন আয়শা। ভিডিওতে তিনি জানিয়েছেন, নিজের ইচ্ছাতেই জীবন শেষ করছেন তিনি। যদিও তাঁর বাবার অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়ির নিরন্তর ঝামেলার জেরেই আত্মহত্যা করেন আয়েশা।

ভিডিওতে আয়েশা বলেন, ‘কারো চাপে বা প্ররোচনায় নয়, নিজের ইচ্ছেতেই নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। ’ বাবাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি শান্তিতে মরতে চাই। আমি লড়াই করতে চাই না। আরিফকে ভালোবাসি। আরিফ আমার স্বামী। ’

আত্মহত্যার আগে আরিফকেও ফোন করেছিলেন তিনি। পরে জানা যায়, ২০১৮ সালে রাজস্থানের বাসিন্দা আরিফ খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই আরিফ এবং তার বাড়ির লোকেরা পণের জন্য আয়েশার ওপর অত্যাচার করত। আদালতে মামলা করলেও সুবিচার পাননি আয়েশা। শেষ পর্যন্ত নিজের ওপর বিরক্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

বাংলাদেশে আয়েশার এই মর্মান্তিক ঘটনা নিয়েই ছবি নির্মাণ করছেন শামীম আহমেদ রনী। আগামীকাল থেকে এফডিসিতে শুরু হবে ছবিটির শুটিং। আয়েশার চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানাননি রনী। তবে আয়েশার স্বামী আরিফের চরিত্রে অভিনয় করবেন এ কে আজাদ আদর।

এই বিষয়ে পরিচালক শামীম আহমেদ রনী বলেন, “ছবিটির নাম দিয়েছি ‘ইয়াসমিন’। গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সত্যি বলতে, আয়েশার চরিত্রে অর্থাৎ আমার ছবির ইয়াসমিন চরিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজনের অডিশন নিয়েছি। তালিকায় নতুন-পুরনোরা আছেন। তাদের থেকেই একজনকে বেছে নেব। “