মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ হামলা হয়তো আসন্ন: যুক্তরাজ্য

ইউক্রেনে রুশ হামলা হয়তো আসন্ন: যুক্তরাজ্য

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সোমবার (১৪ ফেব্রুয়ারি) বলেছেন, যুক্তরাজ্য সরকারের কাছে এটা খুব স্পষ্ট যে, ইউক্রেনে একটি আক্রমণ হয়তো আসন্ন। তিনি ব্রিটিশ নাগরিকদের ‘এখনই ইউক্রেন ছেড়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছিলেন, ‘লক্ষণ বলছে, রাশিয়া সামরিক অভিযানের উল্লেখযোগ্যরকম প্রস্তুতি নিচ্ছে। ’ ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে একটি সফর সংক্ষিপ্ত করে লন্ডন ফেরার পর জনসনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা।

এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ‘খুব সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে।

রাশিয়া আশ্বাস চাইছে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেওয়া হবে না। তবে পশ্চিমা সামরিক জোটটির সদস্যরা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইউক্রেনে রুশ হামলা হয়তো আসন্ন: যুক্তরাজ্য

প্রকাশিত সময় : ০৩:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সোমবার (১৪ ফেব্রুয়ারি) বলেছেন, যুক্তরাজ্য সরকারের কাছে এটা খুব স্পষ্ট যে, ইউক্রেনে একটি আক্রমণ হয়তো আসন্ন। তিনি ব্রিটিশ নাগরিকদের ‘এখনই ইউক্রেন ছেড়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছিলেন, ‘লক্ষণ বলছে, রাশিয়া সামরিক অভিযানের উল্লেখযোগ্যরকম প্রস্তুতি নিচ্ছে। ’ ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে একটি সফর সংক্ষিপ্ত করে লন্ডন ফেরার পর জনসনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা।

এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ‘খুব সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে।

রাশিয়া আশ্বাস চাইছে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেওয়া হবে না। তবে পশ্চিমা সামরিক জোটটির সদস্যরা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে।