বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ কিক ডে

১৫ থেকে ২২ কিন্তু ঐ আজীবন অশান্তি ভোগ করার মতো। যার শুরু হচ্ছে থাপ্পড় দিবস দিয়ে। তারপরেই লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না।

মন বদলে গেলেও একসঙ্গে থাকা দু’টো মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর।

সপ্তাহভর প্রেমের উদযাপন তো হলো। এবার তবে উদযাপন হোক প্রেমের উলটো পিঠের? সে উদযাপন (অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহ) অবশ্য শুরু হয়েই গিয়েছে। ভ্যালেন্টাইন ডে-র একেবারে পরদিন ছিল স্ল্যাপ ডে, তারপর দিন, মানে আজ কিক ডে। তবে এর মানে আক্ষরিক অর্থে কিক বা লাথি মারার দিন মোটেও না। আপনার প্রাক্তনের প্রতি যাবতীয় আবেগকে কিক করুন, যা গিয়েছে, তাকে যেতেই দিন।

আর পুরনোকে ধরে বসে থাকবেন না। মন বদলে গেলেও একসঙ্গে থাকা দু’টো মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর। তাই দম আটকে দেওয়া ভাবনাদের নিমেষে কিক করে এগিয়ে যান সামনে। ভালো সময় আসছে খুব শিগগির। হ্যাপি কিক ডে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ কিক ডে

প্রকাশিত সময় : ০৩:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২

১৫ থেকে ২২ কিন্তু ঐ আজীবন অশান্তি ভোগ করার মতো। যার শুরু হচ্ছে থাপ্পড় দিবস দিয়ে। তারপরেই লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না।

মন বদলে গেলেও একসঙ্গে থাকা দু’টো মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর।

সপ্তাহভর প্রেমের উদযাপন তো হলো। এবার তবে উদযাপন হোক প্রেমের উলটো পিঠের? সে উদযাপন (অ্যান্টি-ভ্যালেন্টাইনস সপ্তাহ) অবশ্য শুরু হয়েই গিয়েছে। ভ্যালেন্টাইন ডে-র একেবারে পরদিন ছিল স্ল্যাপ ডে, তারপর দিন, মানে আজ কিক ডে। তবে এর মানে আক্ষরিক অর্থে কিক বা লাথি মারার দিন মোটেও না। আপনার প্রাক্তনের প্রতি যাবতীয় আবেগকে কিক করুন, যা গিয়েছে, তাকে যেতেই দিন।

আর পুরনোকে ধরে বসে থাকবেন না। মন বদলে গেলেও একসঙ্গে থাকা দু’টো মানুষের জন্যেই ক্ষতিকারক। মন ভাঙা গড়া যতদিন চলতে থাকে, ততদিনই জীবন সুন্দর। তাই দম আটকে দেওয়া ভাবনাদের নিমেষে কিক করে এগিয়ে যান সামনে। ভালো সময় আসছে খুব শিগগির। হ্যাপি কিক ডে!