মহান শিক্ষক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯:৩০ মিনিটে এই কর্মসূচীটি পালন করে সংগঠনটির সংবাদকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষ জোহা চত্বরে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদ শুভ্র তার বক্তব্য তুলে ধরেন। সভাপতি রাশেদ শুভ্র বলেন, ড. শামসুজ্জোহা ১৯৬৯ সালের আজকের এই দিনে ছাত্রদের জন্য জীবন দেন।
প্রতি বছর আজকের এই দিনে নানা কর্মসূচি পালর করার মাধ্যমে দিবসটিকে জাতীয়করণের দাবি জানানো হলেও তা আজও পর্যন্ত বাস্তবে রুপ নেয়নি। তিনি আরও বলেন, যেহেতু আমরা সাংবাদিকতা করি আমাদের উচিত আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা এবং তার আত্মত্যাগ সবার মাঝে ছড়িয়ে দেওয়া। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাবি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, কোষাধ্যক্ষ আসিপ আহম্মেদ দিগন্ত, দপ্তর সম্পাদক ফুয়াদ পাবলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু, ক্রীড়া সম্পাদক মিনহাজ আবেদীন, পরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক ফাহিম আহম্মেদ সহ অন্যান্য সদস্যরা।

ছিদরাতুল মুনতাহা, রাবি প্রতিনিধি : 

























