রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি এলাকায় মো. শামসুদ্দোহা রুহান (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তবে সে কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। পরিবারের কারও সঙ্গে তার ঝগড়া হয়নি। আমাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। বাবা মৃত মুস্তাফিজুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পল্টন থেকে অচেতন অবস্থায় এক কিশোরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক জানান সে মারা গেছে। তার ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা বিষয়টি পল্টন থানাকে এরই মধ্যে অবগত করেছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















