রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে গ্রন্থ কুটির ২০২২ এর উদ্বোধন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে এই গ্রন্থ কুটিরের আয়োজন করা হয়। আজ সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বাংলা বিভাগের অধ্যাপক কবি ও সাহিত্যিক প্রফেসর ডক্টর জুলফিকার মতিন এই গ্রন্থ কুটিরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এটি আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
এই সময় কবি ও সাহিত্যিক ডক্টর জুলফিকার মতিন বলেন, মানুষের জ্ঞান হলো অখণ্ড। আমরা বিজ্ঞান থেকে সাহিত্যকে যেমন আলাদা করতে পারি না তেমনি সাহিত্য থেকে বিজ্ঞানকে আলাদা করতে পারি না। তিনি আরও বলেন, বিজ্ঞান ও সাহিত্য অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। মানুষের চিন্তার উন্মেষের ভিতর দিয়েই আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র এগিয়ে চলছে।
এ চিন্তার প্রকাশ বইয়ের ভিতর দিয়েই আমরা পাই। উপ-উপাচার্য সুলতানুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব যে গ্রন্থ কুটিরের আয়োজন করেছে তা একটি শুভ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশের সাহিত্যকর্ম সম্পর্কে মানুষেরা সম্মুখ ধারণা লাভ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান বলেন, এই গ্রন্থ কুটিরের আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একাডেমি বইয়ের বাইরে পাঠের আগ্রহ বৃদ্ধি করা।
এবং রাজশাহীতে যেহেতু বৃহৎ পরিসরে বইমেলা হয় না সেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে বৃহৎ পরিসরে বইমেলার আয়োজন করা। তিনি আরও জানান, এই বছরই বইমেলাটি বড় আকারে করার ইচ্ছা থাকলেও কোভিডের কারনে তা সম্ভব হয়নি। বইমেলায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. মো. বাবুল ইসলাম, প্রফেসর ড. মো. আবু রেজা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, প্রক্টর ড. মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা ড. মো. তারেক নূর ও উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া।

ছিদরাতুল মুনতাহা, রাবি প্রতিনিধি : 

























