মহান মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিশুদের নিয়ে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র আয়োজন করেছে চেতনা ‘৭১। আজ সকাল সাড়ে আটটায় পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে।
প্রাথমিক (১ম-৫ম শ্রেণি) ও মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম), দুই ক্যাটাগরিতে প্রায় ত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিচারকদের নাম্বারের ভিত্তিতে প্রাথমিক ক্যাটাগরিতে চারজন ও মাধ্যমিক ক্যাটাগরিতে দুইজন সহ মোট ছয়জনকে পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলো, প্রাথমিক ক্যাটাগরিতে প্রথম ভাস্বতী মন্ডল, দ্বিতীয় জাওয়াদ সামীর প্রজন্ম ও তৃতীয় (যৌথ) হৃদিতা মাহিয়াত অভিশ্রুতি ও কাইয়ুম প্রতীক্ষা এবং মাধ্যমিক ক্যাটাগরিতে প্রথম সানবির রহমান স্বপ্নীল ও দ্বিতীয় মাহমুদা খাতুন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, চেতনা ‘৭১ এর উপদেষ্টা ও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির, চেতনা ‘৭১ এর সাবেক সভাপতি কবরী বিশ্বাস অপু ও সংগঠনটির বর্তমান সদস্যবৃন্দ। আয়োজনের ব্যাপারে চেতনা ‘৭১ এর সভাপতি উজ্জ্বল সরদার বলেন, আমাদের মূল লক্ষ্য ছিলো শিশুদের মধ্যে ভাষা আন্দোলনের সংগ্রামী ইতিহাসটা পৌঁছে দেওয়া।
কারণ শিশুরাই আগামী’র বাংলাদেশ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। উল্লেখ্য, চেতনা ‘৭১ খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন। ‘স্বদেশী ভাবনায়, স্বাধীনতার চেতনায়’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী কাজ করে যাচ্ছে সংগঠনটি।

খুবি প্রতিনিধি, 

























