বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। আজ বিকাল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশের পর তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে আসফাকুর রহমান আদির সঞ্চালনায় বক্তব্য রাখেন রাবি প্রথম আলো বন্ধু সভার বর্তমান সভাপতি সুরুজ সরদার, সাবেক সভাপতি তারিফ হাসান মেহেদী, সাবেক সভাপতি তাসনিম হোসেন, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয় আহমেদ, যুগ্ন সম্পাদক ফাহমিদা মিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক তুহিন উজ্জামন সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা। সাবেক সভাপতি তারিফ হাসান মেহেদী বলেন, আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে দাড়িয়েছি। আমরা জানি বিশ্ববিদ্যালয় গুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু গোপালগঞ্জের শিক্ষার্থীরা নিরাপত্তা পায়নি।
আমরা দেখেছি স্থানীয়রা মাইকিং করে ধর্ষণের বিচার চাওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা চালায়।আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের ঘটনার নিন্দা জানাই এবং এ ঘটনার যথাযথ বিচার চাই। তিনি আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবো। সাবেক সভাপতি তাসনিম হোসেন বলেন, স্বাধীন দেশে কেন এমন ধর্ষণের ঘটনা ঘটবে? বঙ্গবন্ধু জন্ম ভূমিতে এরকম ঘটনার কারণ কি? এটা আমাদের জন্য লজ্জার।
আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই এবং আমাদের সবার নৈতিক দায়িত্ব থেকে সবাইকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাই। প্রথম আলো বন্ধুসভার বর্তমান সভাপতি সুরুজ সরদার বলেন, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। গোপালগঞ্জের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই। একটি বিশ্ববিদ্যালয়ে কেন এমন নেক্কার জনক ঘটনা ঘটবে তা প্রশাসনের কাছে জানতে চাই।

ছিদরাতুল মুনতাহা, রাবি প্রতিনিধি: 

























