শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার জেলা পুলিশের অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজন 

উন্নত বিশ্বের আদলে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার  তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ে ১২ জন পুলিশ সদস্যের মধ্যে  অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজনের মাধ্যমে মৌলভীবাজার জেলা পুলিশের এই আধুনিকায়নের শুভ সূচনা হলো।
এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অপরাধ শাখার ইন্সপেক্টর  আব্দুল হাই, ট্রাফিক বিভাগ টিআই এডমিন  মাহফুজ আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ।
পরে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত পুলিশ সদস্যদের নিয়ে শহরের প্রেসক্লাব চত্বরে এক মহড়া অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ জিয়াউর রহমান জানান, জেলা পুলিশে সংযোজিত আধুনিক ইকুইপমেন্ট সমূহের মধ্যে রয়েছে, বডি ওর্ন ক্যামেরা, POS মেশিন, সোল্ডার স্ট্র্যাপ, লেগ হোলস্টার, থাই হোলস্টার, বাকলস, ট্রাফিক সিগনাল লাইট, স্টপ সাইন পচ্ ও ছয় চেম্বারের আধুনিক ট্যাকটিক্যাল বেল্ট, যেখানে থাকবে পিস্তল,  হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, মোবাইল কাভার উইথ ফ্ল্যাপ, ওয়াটার বোটল পচ্ ও Key হোল্ডিং হুক।
জেলা পুলিশে আধুনিক ইকুইপমেন্ট সংযোজন করে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া  বলেন, ট্যাকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ এতে করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। ফলে বিপদগ্রস্ত মানুষের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে পুলিশ। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার সাতটি থানায় আধুনিক ইকুইপমেন্ট ও ট্যাকটিক্যাল সরবরাহ করা হবে। এতে করে অপারেশনাল ইউনিটসমূহের কাজের গুণগত মান আরো বৃদ্ধি পাবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজার জেলা পুলিশের অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজন 

প্রকাশিত সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
উন্নত বিশ্বের আদলে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশে সংযোজিত হলো অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার  তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ে ১২ জন পুলিশ সদস্যের মধ্যে  অত্যাধুনিক ইকুইপমেন্টসহ ট্যাকটিক্যাল বেল্ট সংযোজনের মাধ্যমে মৌলভীবাজার জেলা পুলিশের এই আধুনিকায়নের শুভ সূচনা হলো।
এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম, অপরাধ শাখার ইন্সপেক্টর  আব্দুল হাই, ট্রাফিক বিভাগ টিআই এডমিন  মাহফুজ আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাসসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারবৃন্দ।
পরে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত পুলিশ সদস্যদের নিয়ে শহরের প্রেসক্লাব চত্বরে এক মহড়া অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ জিয়াউর রহমান জানান, জেলা পুলিশে সংযোজিত আধুনিক ইকুইপমেন্ট সমূহের মধ্যে রয়েছে, বডি ওর্ন ক্যামেরা, POS মেশিন, সোল্ডার স্ট্র্যাপ, লেগ হোলস্টার, থাই হোলস্টার, বাকলস, ট্রাফিক সিগনাল লাইট, স্টপ সাইন পচ্ ও ছয় চেম্বারের আধুনিক ট্যাকটিক্যাল বেল্ট, যেখানে থাকবে পিস্তল,  হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, মোবাইল কাভার উইথ ফ্ল্যাপ, ওয়াটার বোটল পচ্ ও Key হোল্ডিং হুক।
জেলা পুলিশে আধুনিক ইকুইপমেন্ট সংযোজন করে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  মোহাম্মদ জাকারিয়া  বলেন, ট্যাকটিক্যাল বেল্টের মূল স্লোগান হলো ‘হ্যান্ডস ফ্রি পুলিশিং’ এতে করে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে সম্পূর্ণ খালি। ফলে বিপদগ্রস্ত মানুষের যে কোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে পুলিশ। আবার অপরাধীকে দ্রুত ঘায়েল করতে ট্যাকটিক্যাল বেল্টে থাকা প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন অনায়াসেই।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার সাতটি থানায় আধুনিক ইকুইপমেন্ট ও ট্যাকটিক্যাল সরবরাহ করা হবে। এতে করে অপারেশনাল ইউনিটসমূহের কাজের গুণগত মান আরো বৃদ্ধি পাবে।